সুরভি একটি শিশুকল্যাণমূলক সংস্থা যা সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিবেদিত। বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু ১৯৭৯ সালে সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সুরভি-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ ১লা ফেব্রুয়ারি ২০২৫-তারিখ সংস্থার ধানমন্ডি কার্যালয়ে অত্যন্ত আনন্দঘন ও উষ্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মান্দ বানু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া সুরভি'র অনেক শুভানুধ্যায়ী, অতিথিবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুরভি স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্ররাও সক্রিয়ভাবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। দেশাত্মবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাক্তন ছাত্ররা সুরভি স্কুলে তাদের বিগত দিনের মধুর সময়ের স্মৃতিচারণ করে। এছাড়াও সম্মানিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য রাখেন। সুরভি'র নির্বাহী পরিচালক জনাব মোঃ আবু তাহের সমাপনী বক্তব্য রাখেন। প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সৈয়দা ইকবাল মন্দ বানু অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য শিক্ষার্থী, অভিভাবক, অতিথি এবং সুরভির কর্মীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান শেষে কেক কাটে সুরভি'র শিক্ষার্থীরা। সুরভি সকল শিশু এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্নভোজের আয়োজন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Comments
Post a Comment