সুরভি'র উদ্যোগে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন


অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সুরভি' র সুবিধা বঞ্চিত শিশু কিশোরদের নিয়ে এক চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচন সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরভি' র প্রতিষ্ঠাতা সভানেত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুরভির নির্বাহী পরিচালক মোঃ আবু তাহের। নির্বাহী পরিচালক শিক্ষার্থীদের নিয়ে শহিদ বেদিতে পুস্পস্তাবক অর্পনের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পন শেষে শিক্ষার্থীদের এক মনোজ্ঞ সাংস্কৃতিন অনুষ্ঠান প্রদর্শিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সুরভি' র প্রতিষ্ঠাতা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে যে, আজ থেকে ৭৩ বছর আগে আমাদের মাতৃভাষা বাংলার জন্য যারা জীবন দিয়েছেন আমরা সেই সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি শিক্ষার্থীদের বলেন যে, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। পিতা মাতা ও শিক্ষকদের সম্মান করবে। বিশেষ অতিথি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। সবশেষে শিক্ষার্থী এবং উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।






Comments